ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শরীয়তপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শরীয়তপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘অন্তরভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: মাসুদ মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান উজ্জল, শরীয়তপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ। এছাড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে আট ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরস্কৃত করা হয়। বক্তারা পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সুস্থ ও সবল জাতি গঠনে সবার দায়িত্বশীল অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত