উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো: রশীদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, এসএম বাহারুল ইসলাম, আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, জিয়াউর রহমান জুয়েল, মোড়ল আছের আলী, প্রধান শিক্ষক খায়রুল আলম, স্কাকউটের সম্পাদক হুমায়ুন করিব, প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: রশীদ্জ্জুামান বলেন, টেকসই বেড়িবাঁধ চাইলে লোনা পানি উত্তোলন বন্ধ করতে হবে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার রোধ, হরিন নিধন বন্ধ করতে বন বিভাগের কর্মকর্তাদের তদারকি বাড়ানোর তাগিদ দেওয়াসহ জলমহলের পানি নিষ্কাশনে খালের বাঁধ ও পাটা উম্মুক্ত করতে হবে। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।