চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ৬০ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার ২নং ওয়ার্ডের ৩টি রাস্তা ও ১টি ড্রেন এবং ৬ নং ওয়ার্ডের ১টি রাস্তা ও ড্রেন রয়েছে। গতকাল শনিবার সকালে শহরের ২নং ওয়ার্ডের কাঁঠাল বাগিচায় এই কাজের উদ্বোধন মেয়র মোখলেসুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরপি প্রকল্পের ৮ম প্যাকেজের আওতায় এই কাজ করা হবে। এই প্রকল্পের ঠিকাদারীর দায়িত্ব পেয়েছেন রিথিন এন্ড জিআর জেভি। আগামী ১১ নভেম্বরের মধ্যে শেষ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ অন্যরা। এছাড়া বিকেলে ৬নং ওয়ার্ডের বিশ্বরোড মোড়ে আরো একটি ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। ৩১ লাখ ৬৬ লাখ টাকার ব্যয়ে এসব কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন মেয়র মোখলেসুর রহমানসহ অন্যরা।