ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফৌজদারি মামলা নিষ্পত্তি

সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স

সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স

সিরাজগঞ্জে ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তি ক্ষেত্রে ও উদ্ভূত সমস্যাগুলো নিরসন কল্পে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন, এডিএইচ লিটুস লরেন্স চিরাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিরা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম শাহরিয়ার শহীদ বাপ্পি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন, আরএমও মো. ডা. ফরিদুল ইসলাম, র‍্যাব-১২, এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.মাসুদুর রহমান, অতিরিক্ত পিপি ওয়াছ করোনি লকেট, কোর্ট ইন্সপেক্টর জুলফিকার মো. আসাদুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সম্পর্কে পুলিশ-ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ঊর্ধ্বন কর্মকর্তাদের দিকনির্দেশনা তুলে ধরা হয়। বিধি মোতাবেক কনফারেন্সে ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনের ঊর্ধ্বতনের কর্তৃপক্ষ মূল্যবান মতামত উপস্থাপন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত