ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল করে দোকানপাট নির্মাণ

স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল করে দোকানপাট নির্মাণ

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ১ একর জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তি। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের চোখের সামনে এভাবে দখল করা হলেও কর্তৃপক্ষ নীরব। জানা যায়, ১৯৫০ সালে বড়বগী মৌজার ৭২৪ খতিয়ানের দাগ নাম্বার ৬২১-২২-২৪-২৫-২৬ জমি থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি স্থাপনের জন্য ইনথামং রাখাইন ও জয়মা মগনী দানপত্র দলিলের মাধ্যমে ২ একর ৫২ শতাংশ জমি দান করেন। ওই জমি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রটির নির্ধারিত সীমানাপ্রাচীর নেই। তাই স্বাস্থ্য কেন্দ্রের ১ একর জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছেন খাবার হোটেল, চা ও মুদির দোকানসহ প্রায় ২৫-৩০টি স্থাপনা। তাতে কেউ কেউ নিজে ব্যবসা করছেন, আবার কেউ অন্যের কাছে ভাড়া দিয়ে টাকা আদায় করেছেন। দীর্ঘদিন ধরে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হলেও তা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। স্বাস্থ্যকেন্দ্রর জমিতে থাকা চা দোকানদার বাবুল হাওলাদার বলেন,আমি গত ২ মাস ধরে এই দোকানটি খোকন মিয়ার কাছ থেকে ভাড়া নিছি। প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। এছাড়া আমি কিছু বলতে পারব না। স্বাস্থ্যকেন্দ্রর জমিতে থাকা চা দোকানদার হানিফ বিশ্বাস বলেন, আমি গত ২ বছর আগে ঘর মালিক কেতাব আলীর থেকে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে দোকান ঘরভাড়া নিয়েছি। প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া দিচ্ছি। কার জমিতে দোকান ঘর নির্মাণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু জানি এটা স্বাস্থ্যকেন্দ্রের জমি।যে যার মতো করে দখল করে নিয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম বলেন, স্বাস্থ্য কেন্দ্রটির ১ একর জমি বেদখল হয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবৈধ জমির দখল ছাড়তে খুব দ্রুত নোটিশ দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত