ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভাতিজার পিটুনিতে চাচা খুন

ভাতিজার পিটুনিতে চাচা খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ জুলাই দুই ভাইয়ের ঝগড়া মিমাংসা করতে গিয়ে ভাই ভাতিজাদের লোহার পাইপের আঘাতে চাচা নাসির উদ্দিন খুন হন। খুনের ঘটনার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১-এর একটি দল। গত শুক্রবার ডেমরা ডগাইর পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার প্রধান আসামি হাসান মিয়া (২৪) ও তার বাবা আব্দুর রব। গ্রেপ্তারদের র‌্যাব সদস্যরা গত শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। এর আগে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন মারা যান। ওইদিন রাতে নিহতের ভাই জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। সোনারগাঁ থানার (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, জমিসংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব সদস্যরা। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত