যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন ৫ জনের কারাদণ্ড

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তারা হলো, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভলকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক, চিতুয়াপাড়া গ্রামের রহিম বাদশা, একই জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ বিলডগা গ্রামের আল আমিন, সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার রুবেল ভূইয়া ও জানপুর মহল্লার সবুজ। এ কারাদণ্ডাদেশ দিয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার ব্রাহ্মণবয়ড়া সন্নিকটে ক্রসবার বাঁধ-১ এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের গ্রেফতার করা হয় এবং বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের উল্লেখিত কারাদণ্ডাদেশ দেয়া হয়।