তোমাদের থেকেই আগামীতে প্রধানমন্ত্রী হতে হবে

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি সবুর

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

‘তোমাদের মধ্য থেকে আগামীতে প্রধানমন্ত্রী হতে হবে। আগামীতে তোমাদের থেকে চিফ জাস্টিস চাই। টেকসই বাংলাদেশের জন্য আজকের তোমাদের থেকে এমপি-মন্ত্রী হতে হবে। তোমাদের থেকে আগামীর চিকিৎসক, প্রকৌশলী চাই। তোমাদের থেকেই হবে আগামীর সিনিয়র সচিব। একটি বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-১ আসনের সাংসদ ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। তিনি নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে গার্লস স্টুডেন্টদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী আজকের বিভিন্ন সরকারি দপ্তরে প্রতিনিধিত্ব করছে নারীরা। তাই তোমরা ওনাদের অনুসরণ করে নিজেদের এম্বিশেন পূরণ করো। এমপি সবুর আরো বলেন, সুশিক্ষিত এই প্রজন্মের হাত ধরেই এই দেশ একদিন উন্নত দেশের কাতারে শামিল হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা পড়ালেখায় মনোযোগ দাও, বাবা-মায়ের ও শিক্ষকদের কথা মতো চলো। একদিন তোমরাও সফলতার শিখরে পৌঁছে যাবে। দাউদকান্দি উপজেলার শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিএসটিআইয়ের পরিচালক এসএম ফেরদৌস আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচির মো. নিজামউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, সহ-সভাপতি এসএম কেরামত আলী যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, আসলাম চেয়ারম্যান, নোমান চেয়ারম্যান প্রমুখ।