কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজের ২৬ ঘণ্টা পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি স্থানে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত পর্যটক আবীর হোসেন (২০) ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর মুগদাপাড়া এলাকার আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন। আবুজর গিফারী বলেন, গত শুক্রবার সকালে নিহত যুবক আবীর হোসেন তার মা আখিঁ আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন। ওইদিন বিকাল সাড়ে তিনটার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরে গোসল করতে নামেন তারা। পরে, অন্যরা পাড়ে উঠতে পারলেও স্রোতের টানে পানিতে নিখোঁজ হন আবীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। উদ্ধার অভিযান চলমান অবস্থায় ২৬ ঘণ্টা পর গত শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি থেকে তার লাশটি ভেসে ওঠে।