ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধ বিষয়ে শীর্ষক সভা

কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধ বিষয়ে শীর্ষক সভা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৪টার সময় বিবি আছিয়া ফাউন্ডেশনের আয়োজনে মোগড়াপাড়া চৌরাস্তা পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এর সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন এর সভাপতিত্বে, অতিথি হিসাবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের এস আই (নিরস্ত্র) সবুজ কুমার দেব, সোনারগাঁ থানার উপ-পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ, সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টোন মাস্টার সুজন কুমার হাওলাদার, ডগাইর রস্তম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক নদীখাল ও পরিবেশ রক্ষা মুহাম্মদ মাসুম খাঁন। এই সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, দৈনিক খোলা কাগজ পত্রিকা সোনারগাঁ প্রতিনিধি ও মারবদী সাহেবপাড়া যুবকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মীমরাজ হোসেন, বিডি ক্লিন সোনারগাঁ এর সমন্বয়ক কামরুজ্জামান রানা, এশিয়ান নারী অধিকার নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন, সাংবাদিক শাহজালালসহ প্রমুখ। এই সময় বক্তারা বলেন- বর্তমান সময়ে কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক এক ব্যাধিতে পরিণত হয়েছে, কিশোর গ্যাংয়ের কারণে সমাজ তথা দেশের শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে। যতই দিন যাচ্ছে, এই গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে, পরিসংখ্যান বলছে এসব কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে উত্ত্যক্ত করা, ইভটিজিং বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করা, একে অন্যের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হওয়া, ভয়-ভীতি, হুমকি দেওয়া, মারামারি, দাঙ্গা-হাঙ্গামায় জড়িত হওয়া ইত্যাদি। বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন বলেন, কিশোররা যেন তাদের পরিবারের ব্যাধিতে পরিণত না হয়ে ঘরের আলো হয়ে উঠতে পারে তার ব্যাবস্থা করতে হবে।

কিশোররা যেন সমাজের বিষফোঁড়া না হয়ে আগামীর ভবিষ্যৎ হয়ে উঠতে পারে সেই উদ্যোগ নিয়ে হবে। তাদের অবহেলা না করে তাদের প্রতি স্নেহ, ভালোবাসা, যত্ন বৃদ্ধি করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত