ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদ্যুতায়িত হয়ে মাঝি নিহত, আহত ৩০

বিদ্যুতায়িত হয়ে মাঝি নিহত, আহত ৩০

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বন্যার্তদের তালিকা করতে যাওয়ার পথে পানিতে বিদ্যুতায়িত হয়ে হাসান আলী নামে নৌকার মাঝি নিহত ও নৌকার ৩০-৩৫ যাত্রী আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চর ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন আলোকদিয়া গ্রামের সামছুল আলমের ছেলে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, দাইন্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাবু তার কর্মী-সমর্থকদের নিয়ে নৌকাযোগে গত শনিবার বিকালে বন্যার্তদের ত্রাণ দেওয়ার লক্ষে তালিকা করতে যাচ্ছিলেন। এ সময় চরফতেপুর গ্রামের ভাঙা সড়কের স্থানে পৌঁছলে কচুরিপানায় আটকে থাকা বিদ্যুতের তার লগি দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান আলী পানিতে ছিটকে পড়েন। এ সময় বৈদ্যুতিক তার পানিতে পড়ে থাকায় পানিও বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে। হুড়োহুড়িতে নৌকায় থাকা মো. লাভলু মিয়া লাবুসহ ৩০-৩৫ জন কর্মী-সমর্থক আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা বন্যার পানি থেকে হাসান আলীকে মৃত অবস্থায় উদ্ধার করে। দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাবু জানান, তারা ৩০-৩৫ জন মিলে নৌকাযোগে বন্যার্তদের ত্রাণ দেওয়ার উদ্দেশে তালিকা করতে যাওয়ার পথে চরফতেপুর গ্রামের ভাঙা সড়কের পাশে পৌঁছলে কচুরি পানায় ঢেকে থাকা বিদ্যুতের তারে লগির স্পর্শ হয়। এতে নৌকার মাঝি হাসান আলী পানিতে ছিটকে পড়েন। এ সময় বন্যার পানিও বিদ্যুৎ পরিবাহী হয়। নৌকায় থাকা সবাই কমবেশি আহত হন। পরে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

তিনি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে ছিটকে পড়ার প্রায় ২ ঘণ্টা পর মাঝির লাশ উদ্ধার করেন। মূলত: বিদ্যুতের তারটি কচুরিপানার আড়ালে থাকায় প্রথমে দেখতে না পেয়ে হাসান আলী তড়িঘড়ি লগি দিয়ে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন এবং বিদ্যুতায়িত হয়ে পানিতে ছিটকে পড়েন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত