ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড অপরজনের কারাদণ্ড

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড অপরজনের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে অটোভ্যানচালক নয়ন সরদারকে হত্যা মামলায় রাশেদ কবির নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর আসামি মিজানুর খাঁকে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত। গত রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাশেদ কবির ও মিজানুর খাঁ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত রাশেদ কবির (৩৩) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলারচর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে এবং মিজানুর খাঁ (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গধাদরদী গ্রামের আলেম খাঁ’র ছেলে। জানা যায়, গত ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের লুৎফর সরদারের ছেলে নয়ন সরদার (২০) অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত হয়ে গেলেও নয়ন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে পাশের বকসীপুর গ্রামের একটি ক্ষেতে নয়নের ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নয়নের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে। এ ঘটনায় নয়নের বাবা লুৎফর সরদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মধুখালী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত রাশেদ কবির ও মিজানুর খাঁকে গ্রেপ্তার করে। জড়িত দুইজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত রোববার রাশেদ কবিরকে মৃত্যুদণ্ড এবং মিজানুর খাঁকে তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালতের বিচারক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত