শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মালেকা একাডেমিতে গতকাল শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শওকত আলীর উদ্যোগে গতকাল বিদ্যালয়টির ক্যাম্পাসে ৬০০ শিক্ষার্থীর হাতে এসব ফলের চারা তুলে দেয়া হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম। এ সময় মালেকা একাডেমির একটিং চেয়ারম্যান ইস্কেন্দার আলী খান, প্রিন্সিপাল রমেশ চন্দ্র বিশ্বাস, ভাইস প্রিন্সিপাল আজিজুননেসা পলি, প্রধান নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম বলেন, গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখে। এছাড়া গাছ আমাদের ফল দেয়, অনেক গাছ ঔষধি গুণসম্পন্ন, যা আমাদের সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া গাছ থেকে আমরা কাঠ পেয়ে থাকি। মানুষের দৈনন্দিন ব্যবহার্য নানা উপকরন কাঠ থেকে তৈরি করা হয়। মালেকা একাডেমির একটিং চেয়ারম্যান ইস্কেন্দার আলী খান বলেন, মানুষ অবিবেচকের মত গাছ কেটে ফেলে পবিশের বিপর্যয় ডেকে এনেছে।