ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ক্লিনিকে লাখ টাকা জরিমানা

ক্লিনিকে লাখ টাকা জরিমানা

বীরগঞ্জে ৩টি ক্লিনিকে ১ লাখ টাকা জরিমান ও ১টি ডায়াগনস্টি সেন্টারে সিলগালা করা হয়েছে। বীরগঞ্জ পৌর এলাকায় দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারা মোতাবেক প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না করার দায়ে নিউ একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, পেসেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও ৫১ ধারা মোতাবেক মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করার দায়ে আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং হক ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। এ বিষয়ে গত ৫ জুলাই দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযান শুরু হয়েছে। অভিযান সহযোগিতায় ছিলেন ডা: সাব্বির, বীরগঞ্জ উপজেলার বক্তা অধিকার সংরক্ষণ ও স্যানেটারী টারী ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম এসআই, এনামুল হক এসআইটি ও জেলা র‌্যাব সদস্যবৃন্দ। এক সাক্ষাৎকারে দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত