ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জেলের জালে উঠে এলো লাশ

জেলের জালে উঠে এলো লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মফিদুল ইসলাম (২৮) নামের এক যুবক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন তিস্তা নদীতে এক জেলে মাছ ধরতে গিয়ে তার জালে ওঠে আসে ওই যুবকের লাশ।

গতকাল মঙ্গলবার উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী এলাকার তিস্তা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত্যু মফিদুল ইসলাম কানি চরিতাবাড়ী (আকন্দ পাড়া) গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে।

এর আগে গত সোমবার বিকেলে বাড়ি থেকে বাজার করতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন ওই যুবক। এ বিষয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) গোলজার রহমান বলেন, ওই যুবক হঠাৎ মৃগী রোগ শুরু হলে নৌকা থেকে পড়ে যায়। পরে রংপুর থেকে ডুবুরি দল আসলেও রাত হওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে পাশের এক জেলের বেড়জালে নিখোঁজ ওই যুবকের লাশ উঠে আসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত