ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বৃক্ষমেলার উদ্বোধনে হুইপ ইকবালুর রহিম

বৃক্ষমেলার উদ্বোধনে হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

তিনি বলেন, আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষরোপণের বিকল্প নাই। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। শুধু বৃক্ষ রোপন করলেই হবে না। বৃক্ষকে সঠিক পরিচর্যা করতে হবে। বৃক্ষ বেঁচে থাকলে আমরা বাঁচব। বাংলাদেশ বাঁচবে। সরকারের পক্ষ থেকে এবার দিনাজপুর জেলায় প্রায় ২ লাখ গাছের চারা বিতরন করা হবে। প্রকল্পগুলো বাস্তবে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকার তথ্যপ্রযুক্তি মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন করছে। ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রোবটিক টেকোনলজির দিকে এগিয়ে যাচ্ছি। দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: মমিনুল করিম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ, সহকারী বন সংরক্ষক নুরন্নাহার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট। এর আগে বেলুন ও ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত