ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৯ কেজি গাঁজাসহ আটক দুই

৯ কেজি গাঁজাসহ আটক দুই

মেহেরপুরের গাংনীতে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মহেশপুর গ্রামের ডোবাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম গতকাল সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আসমিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই গ্রামের আজিজুল সর্দারের ছেলে সজীব পারভেজ (৩৬)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মেহেরপুরের গাংনী থানাধীন মহেশপুর ডোবাপাড়ায় পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি প্লাস্টিকের বস্তায় ৯টি প্লাস্টিক প্যাকেটে স্কচ টেপ দিয়ে মোড়ানো ৯ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এসময় রবিউল ইসলাম ও সজীব সর্দার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত