ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে আন্তঃডাকাত দলের আটক দুই

তিতাসে আন্তঃডাকাত দলের আটক দুই

কুমিল্লার তিতাস থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার করেছে থানা পুলিশ। উক্ত ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের একাধিক মামলার দুইজন আসামিকে আটক করেছে। উদ্ধার হওয়া সিএনজি (অটোরিকশা) শনিবার প্রকৃত মালিকের নিকট বুঝে দেয়া হয়। তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ জানান, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আহামদ আলীর মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশা বাড়ি থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে চুরি হয়। সোর্স ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় উক্ত সিএনজিটি উপজেলার জিয়ারকান্দি এলাকা থেকে উদ্ধার করে শনিবার সকালে মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। উক্ত ঘটনায় জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। এরা দুইজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের একজন উপজেলার মোহনপুর গ্রামের আঃ হামিদের ছেলে রহিম (৩৫)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫টি চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। অপরজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মধ্য রায়েরকান্দি গ্রামের আঃ রাজ্জাকের ছেলে কুদ্দুস ওরফে বাবু (৩০)। তার বিরুদ্ধেও দেশের বিভিন্ন থানায় ৩টি ডাকাতি ও মাদক মামলা রয়েছে। আটকদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত