উপজেলা চেয়ারম্যান শুভাষীশ পোদ্দার লিটন

শ্রমজীবী মানুষের পাশে বগুড়া সদর উপজেলা প্রশাসন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেটে খাওয়া দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে দেড় হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সহিংসতায় শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে খেটে খাওয়া দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে সদর উপজেলার ১১টি ইউনিয়নের দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বিতরণ করা হবে। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল, ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিম, শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রুমি প্রমুখ।