ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এলাকায় পুলিশের তৎপরতা অব্যাহত

ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার আতঙ্ক এখনো কাটেনি

ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার আতঙ্ক এখনো কাটেনি

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা হাটা গ্রামে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলা ও মারপিটের ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি। গত শুক্রবার সকালে তাদের হামলায় আরো ১ জন আহত হয়েছে। গুরুতর আহত সোলেমানকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আহত সংখ্যা দাঁড়াল ১২ এ। এর আগে হারুনর রশিদ মাস্টার ও আখের আলীকে গুরুতর অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামের মৃত নায়েব আলীর ছেলে গাজারু বাবু সম্প্রতি একই গ্রামের কয়েকজনকে কুপিয়ে আহত ও মারপিট করে এবং বিভিন্ন সময় প্রকাশ্য কাটারি নিয়ে হুমকি দেয় অনেককে। এছাড়া সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একটি টিন চালা ঘরে গাঁজার আড্ডা চলে প্রতিরাতে। এসব ঘটনায় তার অভিভাবকের কাছে অবহিত করেও বিচার পাওয়া যায়নি। এ নিয়ে ওই গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গত মঙ্গলবার দুপুরের দিকে একই গ্রামের কলেজছাত্র আশিকসহ কয়েকজন ওই গাঁজা আড্ডার ঘর সংলগ্ন ঈদগাহ মাঠে খেলা করছিল। এ সময় ওই গাজারু বাবু তাদের গালাগালি করে এবং একপর্যায়ে আশিককে বেদম মারপিট করে। এ ঘটনায় গত বুধবার সকালে একটি শালিস বৈঠক বসে এবং এ ঘটনায় মাতব্বররা আপোষ মীমাংসা করে। এ আপোষ মীমাংসা শেষে প্রতিপক্ষ গাজারুর ভাই আলামিন ও স্থানীয় মহিলা মেম্বারের স্বামী আজিজ গাজারু একই এলাকার জামরুলসহ চিহ্নিত ১৫-২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মাদককারবারি ওই গাঁজা আড্ডার ঘরে অবস্থান করছিল। ওই শালিসের আপোষ মীমাংসা শেষে তারা ওই ঘর থেকে বের হয় এবং আশিকের চাচা আব্দুল হাকিমকে বেদম মারপিট ও হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা ওই ২ জনের মাথায় আঘাত করে মারাত্মক জখম করা হয়। এ সংঘটিত ঘটনা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোষ মীমাংসার প্রক্রিয়া শুরু করেন। এ অবস্থায় গত শুক্রবার সকালে আশিকের চাচা সোলেমান স্থানীয় বাজার থেকে বাড়ি আসার পথে ডুমুর গোলামী পাকা সড়কের উপর একই গ্রুপের মেহেদী গং হামলা চালিয়ে বেধরক মারপিট করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উল্লেখিত হাসপাতালে ভর্তি করে এবং তিনি পুরো ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করেন। এ বিষয়ে ওইদিন রাতে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে ঘটনাস্থল এলাকায় পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত