পিতার বিরুদ্ধে দুই মেয়েকে হত্যার অভিযোগ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলপুরে দুই মেয়েকে হত্যার অভিযোগে মো: সোহাগ মিয়া নামে পিতাকে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছেন।
উপজেলার বওলা গ্রামে গত ২০ জুলাই এ ঘটনা ঘটেছে। জানা যায়, বওলা গ্রামের মৃত হরমোজ আলীর পুত্র মো: সোহাগ মিয়ার সঙ্গে স্ত্রী নাজমা খাতুনের দাম্পত্যকলহ চলছিল।
গত ২০ জুলাই বিষক্রিয়ায় তাদের মেয়ে সুরাইয়া (১৩) ও সুমাইয়া (১১) অসুস্থ হয়। পিতা সোহাগ মিয়া চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতাল হয়ে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে একজন ও পরে অপরজনের মৃত্যু ঘটে।
এ ঘটনায় মা নাজমা খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে ফুলপুর থানায় একটি মামলা করেন।
পুলিশ পিতা সোহাগ মিয়াকে আটক করে আদালতে পাঠিয়েছেন। স্থানীয়রা জানান, স্ত্রী নাজমা খাতুন স্বামীর সংসার ত্যাগ করে বারবার আসা যাওয়ার ঘটনা ঘটেছে।
উভয়ের অন্যত্র বিয়ে হলেও সংসার টিকেনি। সোহাগ মিয়ার মা আনোয়ার খাতুন জানান, না বুঝে ঘরে রাখা বিষের ট্যাবলেট খেয়ে নাতিনরা অসুস্থ হলে সোহাগ মিয়া তাদের হাসপাতালে নিয়ে গেছে। স্ত্রী নাজমা খাতুনের দাবি- স্বামী বিষ খাইয়ে দুই মেয়েকে হত্যা করেছে।