ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছাড়িয়ে নিলেন আ.লীগ নেতা

পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছাড়িয়ে নিলেন আ.লীগ নেতা

পাবনার সাঁথিয়ায় জামায়াত নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে রাখার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সারা দেশব্যাপী কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের ষড়যন্ত্র, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় সাঁথিয়া থানা পুলিশের ধরপাকড়ের অংশ হিসেবে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চরমাছখালী গ্রামের মৃত জাহেদ আলী মন্ডলের ছেলে ৮ নং ওয়ার্ডের জামায়াত নেতা আবুল হোসেন (৫৫) কে গত ২৩ জুলাই দিবাগত রাতে পুলিশ আটক করে। খবর পেয়ে প্রতিবেশী ও গৌরিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে রাখে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এ ব্যাপারে গৌরিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতা কর্মীরা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জয়নাল আবেদীন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজের স্বার্থ হাসিলের জন্য তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে রাখে। খোঁজ নিয়ে জানা গেছে, আবুল হোসেন মুহুরী এর আগে ওই ওয়ার্ডের জামায়াতের সাধারণ সম্পাদক ও আমীরের দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, আবুল হোসেন এর আগে অন্য সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত