ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার

একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সদরের বিজয়পাড়ার বাসিন্দা নবীনগর বাজারে ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল আক্তার (২২) ও দুই মেয়ে ফারিয়া (৪) ও ফাহিমা (২) এর ঝুলন্ত লাশ সোহাগের নিজ ঘর থেকে উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল রোববার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় চারজনের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের পিতা আমির হোসেন জানান, সোহাগ আমার বড় ছেলে, তাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা ছিল না। কি কারণে তার স্ত্রী, দুই শিশু সন্তানসহ গলায় ফাঁস লাগালো কিছুই বুঝতে পারছি না। সোহাগের শাশুড়ি জানান, আমার ঘরের সাথে আমার মেয়ের ঘর, সকাল হয়ে গেল কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠছে না, অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে আমি চিৎকার শুরু করি, আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভাঙে, তখনই দেখতে পেলাম আমার মেয়ে, দুই নাতনি ও জামাই ফাঁসিতে ঝুলে আছে। এলাকাবাসী জানান, সোহাগ একজন সামাজিক লোক ছিল, কি কারণে এমন করল কিছুই বুঝতে পারছি না। নবীনগর থানার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনের লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মুত্যুর কারণ জানতে আমাদের তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত