নকলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্ম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ মাগরিব পর্যন্ত এই অনুষ্ঠান চলে। গত শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাজিব হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল সূত্র ধর, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মন্নাফ খাঁন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নকলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সহ-সভাপতি আলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ উপজেলা যুবলীগের সদস্য সরফরাজ খান, আকরাম হোসেন, মর্তুজ আলী ও আদিল আহমেদ পল্লব প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা ও আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সহ-দপ্তর সম্পাদক এফএম কামরুল আলম রঞ্জু ও উপজেলা মৎস্যজীবী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের জন্ম দিবস উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমগ্র মুসললিম জাহানের মঙ্গল কামনায় দেশ-জাতির সার্বিক উন্নয়নে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ সবুজ মিয়া।