বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গত তিন দিনে নাশকতা মামলায় আরো ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি উত্তরপাড়ার জামাল মন্ডলের ছেলে বাপ্পি হাসান, সান্তাহার কলসার আব্দুস ছামাদের ছেলে মানিক হোসেন, উপড় পোওতার জাকির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে নিপু, প্রান্নাথপুরের আনছার আলীর ছেলে কামাল হোসেন, সান্তাহার ইউপির দমদমা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোজাম্মেল হক মন্জু ও সান্তাহারের ইউনুছ আলীর ছেলে মাজেদ। গত তিন দিনে এদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অত্র থানায় নাশকতা মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হলো। আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২৩ সালের ৯ নভেম্বর আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোডে অবরোধ কর্মসূচি পালন কালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি। পেট্রলবোমা নিক্ষেপসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘঠিত ঘটনা বিশেষ ক্ষমতা আইন মামলায় এদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।