অসৎ ব্যবসায়ীদের কারসাজিতে দিশাহারা ক্রেতারা

সিরাজগঞ্জে কাঁচামরিচসহ সবজির দাম অস্বাভাবিক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অসৎ ব্যবসায়ীদের কারসাজিতে বিভিন্ন সবজির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। বিশেষ করে কাঁচা মরিচ, বেগুন ও পেয়াঁজের বাজারে আগুনে ক্রেতারা এখন দিশাহারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে সবজির বাজার স্থিতিশীল থাকলেও সবজির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। শহরের বড় বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজারে এ সবজির দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা দিশাহারা হয়ে পড়েছে। এরমধ্যে কাঁচা মরিচ ২৮০-৩০০ বেগুন ৮০-১০০, পেয়াঁজ ১১০-১২০, আলু ৬০-৭০, করলা ৮০-১০০, টমেটো ২০০, ঢ্যাঁরস ৫০, কাঁচা পেঁপে ৪৫-৫০, রসুন ২২০-২৩০, পোটল ৪০-৫০, পল্লা ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও অনান্য সবজির দামও বাড়ছে এবং বিশেষ করে কাঁচা মরিচ ও পেঁয়াজের বাজার নিয়ে সমালোচনাও উঠছে। এ বিষয়ে খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যার কারণে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি নষ্ট হয়েছে। এ অজুহাত দেখিয়ে অসৎ ব্যবসায়ীরা কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বাড়িয়ে দিয়েছে। তবে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নিলে প্রকৃত রহস্য বেরিয়ে আসতে পারে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আড়তদার বলছেন, জেলার সিংহভাগে সবজিসহ কাঁচামাল উৎপাদন হয় চরাঞ্চলে। এ বন্যাজনিত কারণে সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বহন খরচ বেশি থাকার করণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিশিষ্টজনরা বলছেন, কিছু অসৎ ব্যবসায়ীর কারসাজির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে বাজার পরিস্থিতি স্থিতিশিল হতে পারে বলে তারা উল্লেখ করেন।