পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শেরপুর এলজিইডির সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলার প্রকৌশলী শুভ বসাকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় উপজেলার ৬৯ জন নারী কর্মীর প্রত্যেককে তাদের সঞ্চয়কৃত প্রায় ১ লাখ ২০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।