ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ ইয়াকুব আলী (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আটক মো. ইয়াকুব আলী কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের মৃত্যু সাদেক আলী সরদারের ছেলে। গতকাল সোমবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল সোয়া ৬টার দিকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৯৫ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৫ টাকা। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবির মাদরা বিওপির একটি দল ভোরে ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। সকাল সোয়া ৬টার দিকে সেখান থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়।

এ সময় তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৯৫ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৫ টাকা। বিজিবি অধিনায়ক আরো বলেন, আটক আসামি ইয়াকুব আলীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত