ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাগরে ফিশিং ট্রলার ডুবিতে নিখোঁজ দুই

সাগরে ফিশিং ট্রলার ডুবিতে নিখোঁজ দুই

কক্সবাজারে সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারের ২৫ জেলে উদ্ধার হলেও ২ জন নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রলারের মালিক কক্সবাজার সমিতি পাড়া মহল্লা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ ওরফে গুরা মিয়া। তিনি বলেন, ‘সাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবহাওয়া পরিস্থিতি ভালো হলে আমার ফিশিং ট্রলার মাছ শিকারে যায়। হঠাৎ আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে থাকে। গত শুক্রবার রাতে সুমদ্রের গুলিরদার নামক পয়েন্টে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই সময় ৭ থেকে ৮ ঘণ্টা সাগরে ভাসতে থাকে মাঝি-মাল্লারা। আশপাশে থাকা অন্যান্য ফিশিং ট্রলারের লোকজন তাদের উদ্ধার করে। তবে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত