ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেকারদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ

বেকারদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও শেড এর বাস্তবায়নে কক্সবাজারের উখিয়ায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ২ মাসব্যাপী ইলেক্ট্রিক্যাল ওয়ারিং বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কক্সবাজার এসিও-এর সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিশিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা শেড কক্সবাজার এসিও-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সায়েদুল হক এর সঞ্চালনায়ে বিজিএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে গত রোববার অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কক্সবাজার এসিও-এর লাইভলিহুড ফিল্ড ট্যাকনিক্যাল স্পেশালিষ্ট শুভাশিষ চাকমা। প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় জনগোষ্ঠীর ২৫ জন যুবক অংশ গ্রহণ করেন। তাদের টানা ২ মাসব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত