কালীগঞ্জের ত্রাণের পণ্য কাপাসিয়ায় উদ্ধার

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তির হোটেল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শুকনো খাবারের ১৪ বস্তা ত্রাণসামগ্রী উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গত সোমবার রাতে কাপাসিয়া বাজারের হোটেল নূর জাহানে অভিযান পরিচালনা করে এসব ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। সত্যতা স্বীকার করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া।

কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে, আটক মুজিবুর রহমান কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারভীনের স্বামী এবং হোটেল নূর জাহানের মালিক। গত রোববার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আসহায় গরিব ৫০০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনো খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। ওই ত্রাণসামগ্রীর মধ্যে ১৪ বস্তা ত্রাণ মাহফুজা পারভীন বিতরণ না করে তার স্বামীর হোটেল নূর জাহানে মজুত করেছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে রোববার রাতে কাপাসিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ১৪ বস্তা ত্রাণসামগ্রী উদ্ধার ও মাহফুজা পারভীনের স্বামী মুজিবুর রহমানকে আটক করেছে। উল্লেখ্য, মাহফুজা পারভীন সংরক্ষিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির চাচাতো বোন। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সকালে মোবাইল ফোনে কাপাসিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে কালীগঞ্জের ত্রাণসামগ্রী উদ্ধারের বিষয়টি জানতে পারি। জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান মোবাইল ফোনে জানান, উদ্ধারকৃত ত্রাণসামগ্রী কাপাসিয়া উপজেলার ১৪টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করে তালিকা জমা দেয়ার শর্তে মুচলেকা নিয়ে মুজিবুর রহমানকে ছেড়ে দেয়া হয়েছে।