ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীরগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার বিকেলে তিন দিনব্যাপী কৃষি মেলার ২০২৪ এর একটি বর্নাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ বটমূল প্রাঙ্গণে তিনদিন ব্যাপী কৃষি মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপংকর বর্মন। উদ্বোধন শেষে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপংকর বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গনি, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মোছা. আয়শা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ আরো অনেকে। আমাদের বেঁচে থাকার জন্য কৃষি রোপনের বিকল্প নাই। কৃষি আমাদের অক্সিজেন দেয়। শুধু কৃষি রোপন করলেই হবে না। কৃষিকে সঠিক পরিচর্যা করতে হবে। তাহলে বাংলাদেশ বাঁচবে। সরকারের পক্ষ থেকে প্রকল্প গুলো বাস্তবে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকার তথ্য প্রযুক্তি মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন করছে। ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রোবটিক টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল বারী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত