সিরাজগঞ্জে বজ্রপাত রোধে তালগাছের চারা রোপণ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বজ্রপাত রোধে ৪০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে এ চারা রোপণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খাষকাউলিয়া ইউনিয়নের গ্রামীণ সড়কে এ চারা রোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন ও সদ্য বিদায়ী ইউএনও মাহবুব হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাজেদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, পিআইও হেকমত আলী, প্রকৌশলী সিরাজুল ইসলাম প্রমুখ।