সিরাজগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন, ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, তপন কুমার সূত্র ধর, ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, আনসার ও ভিডিপির প্রশিক্ষণ আবদুল মান্নান মৃধা, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের স্বাধীনতার ২ বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমান এক জনসভায় বলেন, মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছে। তাই এবারের স্লোগান হচ্ছে, ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, সমৃদ্ধি ও সর্বোপরি দারিদ্র দূরীকরণে মৎস্য খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ। সবাই মৎস্য আইন মেনে চলি, দেশের সম্পদ রক্ষা করি। তাহলে আমাদের মাছে ভাতে বাঙালি প্রচীন সেই প্রবাদটির বাস্তবে রূপদান করতে পারবো। উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ ৫ আগস্ট পর্যন্ত চলবে।