ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মধুখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

হাসপাতালে ভর্তি
মধুখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. হাবিল হোসেন (৩৭ কে কুপিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে একই ইউনিয়নের কিছু টোপবাজ ও মাদকসেবী যুবক। এলাকাবাসী তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওই ইউপি সদস্যের বাড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে আহত ইউপি সদস্যের স্ত্রী শাহিনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামি একটি মামলা দিয়েছে।

তারা হলেন মো. কবিরুল বিশ্বাস (৪৫), মিল্টন বিশ্বাস (৩২), মো. রাজিব (৩০), শাওন মোল্যা (২২), জিয়া মোল্যা (৪৫), মো. সোহেলসহ (৩৫) অজ্ঞাত ৪/৫ জন। অভিযোগ সূত্রে জানাযায় ইউপি সদস্য হাবিল ও আসামিদের একই গ্রাম নিশ্চিন্তপুর গ্রামে হওয়ায় তাদের সঙ্গে আগে থেকেই জমিজমা নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এছাড়াও আসামিরা মোবাইলে টোপ ও মাদকসেবন করে এলাকার যুবসমাজকে বিপথগামী করে আসছিল। এ সব বিষয় নিয়ে ওই ইউপি সদস্য তাদেরকে বাধা প্রদান করায় গত সোমবার ২৯ জুলাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় ডুমাইন বাজার থেকে বাড়িতে আসার পথে আসামীদ্বয় ও অজ্ঞাত আরো ৪/৫ জন একত্রিত হয়ে ইউপি সদস্যকে রাম দা, লোহার রড, হাতুরি ও বাটাম দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ির লোকজনের সঙ্গে মধুখালী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন এ বিষয়ে মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত