টাঙ্গাইলে সেতু’র শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটির (সেতু) শিক্ষাবৃত্তি পেয়েছে ১৮ জন অতি দরিদ্র শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার শহরের সেতু টাওয়ারে আয়োজিত বুনিয়াদী কার্যক্রমের আওতায় সংগঠিত অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন, প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান। সেতুর কার্যকরী পরিষদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেলা’র আঞ্চলিক সমন্বয়কারী মীর জালাল আহমেদ উজ্জল, ব্লাস্ট টাঙ্গাইলের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান প্রমুখ।