ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেয়ের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মেয়ের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মেয়ের বিরুদ্ধে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এ ফোনে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জালুয়াভিটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে মান্নান সরকার (৯০)। এলাকাবসী, নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি এলাকার মান্নান সরকার তার বৈবাহিক জীবনে চার বিয়ে করেছেন। তার সংসারে চার স্ত্রীর ঘরে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মান্নান সরকারের জমি নিয়ে তার চার পক্ষের সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে তাদের পরিবারের একাধিক মামলা রয়েছে। গত সোমবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা মান্নান সরকারের সঙ্গে দ্বিতীয় পক্ষের মেয়ে মনোয়ারা বেগম ও তার ছেলে রাজীব হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ে মনোয়ারা তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করে বলে মান্নান সরকারের অন্য পক্ষের সন্তানদের অভিযোগ। পরে তাকে একটি এ্যাম্বুলেন্সে তোলে বাড়ির বাইরে চলে যায় মেয়ে মনোয়ারা ও তার ছেলে রাজীব। এরপর রাত সাড়ে ৮টার দিকে তারা আবার এ্যাম্বুলেন্সে মান্নান সরকারের লাশ নিয়ে বাড়িতে আসে। এ সময় তার অন্য পক্ষের সন্তানরা ৯৯৯-এ ফোন দিয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জানায়। এ খবর পেয়ে রাত ১০টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত