টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইলের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তারসহ জেলা ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রকাশ, কর্মসূচিতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সদর উপজেলা ও বিভিন্ন ক্লাব-সমিতি প্রাঙ্গণে ৭০৭টি গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত গাছের চারার মধ্যে রয়েছে- আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, জলপাই, বেল, চালতা ইত্যাদি।