কারফিউর মাঝেই রাকাবের ঋণ আদায় ক্যাম্প
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে যখন সারা দেশব্যাপী চরম সহিংসতার ঘটনায় দিশেহারা, যখন কারফিউ চলছে তখন রাকাবের ঋণ আদায় মহাক্যাম্প নিয়ে কৃষক ও সাধারণ ঋণ গ্রহীতার মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যাংক থেকে জানা যায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নীলফামারী জোনের ২২টি শাখা গত ৩ দিন ধরে ঢাক-ঢোল পিটিয়ে, মাইকিং করে এবং মোবাইলে মেসেস দিয়ে ঋণ আদায়ের ক্যাম্প করে ঋণগ্রহিতা প্রান্তিক বর্গাচাষীদের তলব করছেন ঋণ পরিশোধের জন্য। এতে ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষ ও কৃষক। অনেক সুধী সমাজ এই বিষয় টি কুনজরে দেখছেন। কেউ কেউ অভিযোগ করে বলছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঋণ আদায় ক্যাম্প করা যেতো। কিন্তু দেশের বর্তমান অবস্থায় সরকার যখন পরিস্থিতি স্বাভাবিক করার প্রাণপন চেষ্টা করছেন, বিভিন্ন ব্যাংক-বিমা, এনজিও তাদের কিস্তি গ্রহণ বন্ধ রেখেছে, তখন নীলফামারী রাকাবের ঋণ অদায় ক্যাম্প বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ বিষয়ে ৩ লক্ষ টাকার ঋণ গ্রহীতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, বড়সড় শিল্পের ঋণখেলাপিদের কোনোপ্রকার ব্যবস্থা গ্রহণ না করে, এই দুঃসময়ে ছোটখাটো ঋণ গ্রহীতাকে বিপাকে ফেলে অনৈতিক কাজ পূরণের সুযোগ নিচ্ছেন। এ বিষয়ে নীলফামারীর বিভিন্ন শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, জোনাল ব্যবস্থাপক খায়রুল ইসলামের নির্দেশে এ ঋণ আদায় ক্যাম্পের আয়োজন করা হলেও তেমন কোনো সুফল এখন অবধি পাওয়া যায়নি।