কালিহাতীতে শিক্ষার্থী-রাজনৈতিক কর্মীসহ আটক ২৬

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়েরকৃত দুই মামলায় শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে পৌর আ’লীগ নেতা আশরাফুল্লাহ খান দীপুর দায়েরকৃত মামলায় ২০ জন, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করার অভিযোগে পুলিশ দায়েরকৃত মামলায় ৪ জনকে আটক করে।

এছাড়া ২০২৩ সালের ৩১ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতদের মধ্যে ৭ শিক্ষার্থীরা হচ্ছেন- মেহেদী হাসান (২৩), নুরুন্নবী চৌধুরী শান্ত (২৫), তানভীর চৌধুরী প্রান্ত (২৪), রবিউল ইসলাম (৩৩), পার্থ (২৫), আলদ্বীন (২১) ও মেহেদী (২৭)।

আটককৃত ৯ রাজনৈতিক কর্মীরা হচ্ছেন- কালিহাতী উপজেলা জামায়াতের আমির এসএম এনামুল হক (৬৫), উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুসা মোল্লা (৩২), গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউল আলম তালুকদার (৫৫), সহদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন (২৫), উপজেলা বিএনপির সদস্য কামাল (৫২), কোকডহড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান (৫৮), গোহালিয়াবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ (৩৩), বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হায়দার আলী (৫২) ও এলেঙ্গা পৌর বিএনপি নেতা রুস্তম আলী(৬২)।