ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দায়িত্বশীল ব্যক্তিদের সজাগ থাকতে হবে

এমপি ইঞ্জি. আবদুস সবুর
দায়িত্বশীল ব্যক্তিদের সজাগ থাকতে হবে

দাউদকান্দি ও তিতাসের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সজাগ থাকতে হবে যাতে শিক্ষার্থীরা অন্যায় কোনো কাজে জড়াতে না পারে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির প্রতিটি সদস্য আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় বজায় রাখা জন্য মনিটরিং করে যাচ্ছে। কেউ যদি অপরাধে জড়ায় বা রাষ্ট্রের কোনো ক্ষতি করে তার জবাব আইনের মাধ্যমেই দেয়া হবে। গত বুধবার বিকেলে কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদের মিলনায়তনে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের এমপি ইঞ্জি. আবদুস সবুর একথা বলেন। তিনি আরো বলেন, যুব সমাজ দেশের সম্পদ। তাই চাকরির পেছনে না ঘুরে যুব সমাজকে মৎস্য চাষে আগ্রহী হতে হবে। দেশের উন্নয়নে তাদেরকে এগিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশিক-উর-রহমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাদেরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় তিতাসে ৪১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত