স্টেশন কুলিদের অবস্থা নাজেহাল কোটার আন্দোলনে ভয়াবহ অবস্থা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পারভেজ উজ্জ্বল, নীলফামারী

নীলফামারী পৌর এলাকায় সবসময় লোকের আনাগোনার স্থানটি আজ খা খা করছে, অথচ কয়েকদিন আগেই লোকজনের আনাগোনায় মুখরিত ছিলো। আজ কয়েকদিন ধরে ট্রেন বন্ধ থাকায় যাত্রী না থাকার কারণে অনাহারে দিন কাটছে চিলাহাটি, ডোমার ও নীলফামারী পুরাতন স্টেশনের কুলি পরিবারের সদস্যদের। তার সাথে স্টেশনে থাকা দোকানগুলোর অবস্থাও একইরকম। চল্লিশ বছর বয়সি কুলি আলমগীর বেশ আফসোস করে বলেন, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ ৯৬ সালের হরতাল অবরোধ চলার পরও ট্রেন চালু ছিলো অথচ সামান্য বিরোধীদল বিহীন আন্দোলনে ট্রেন বন্ধ হয়েছে আর সাথে বন্ধ হয়েছে আমাদের রোজগার। স্টেশনের পাশেই কুলি মমিনুরের বাড়ি। তার বাড়ির উঠোনে কথা হলো তার স্ত্রী রহিমার সাথে, দুঃখ ভরা কণ্ঠে বললেন, বিগত ১৩ দিন ধরে ট্রেন চলাচল না থাকায় অনেকটা অনাহারে দিনযাপন করছেন। সৈয়দপুর স্টেশনের কুলি সর্দার আব্বাস মিয়া দীর্ঘ চল্লিশ বছর ধরে কুলির কাজ করে আসছেন। তিনি আলোকিত বাংলাদেশ কে বলেন, বিগত কয়েকদিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় বাজারে ঝুঁকি নিয়ে মালামাল ওঠানামা করছি, আর এ থেকে যে টাকা রোজগার করছি, তাই দিয়ে কোনোরকম আল্লাহর রহমতে খেতে হচ্ছে। ডোমার স্টেশনের কুলি রহমান বলেন, ট্রেন না থাকায় অলসতা পেয়েছে তাই বাজারে গিয়ে মালামাল ওঠানামা করে যে রোজগার হচ্ছে সেটা দিয়ে সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি। আর কুলিদের ঘরে জমানো টাকা সঞ্চিত থাকে না। নীলফামারী পুরাতন স্টেশনের কুলি সর্দার মজিবর জানান, ১৩ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় আপাতত প্রতিদিন রিকশা, ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছে অনেক শ্রমিক। এই কয়েকদিনের ট্রেন বন্ধ থাকার কারণে অনেকেই ধার-দেনা করে ঋণগ্রস্ত হয়েছে তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ‘আশা করছি, খুব তারাতাড়ি এ অবস্থা থেকে সামলে উঠতে পারবো। নীলফামারী রেলওয়ে স্টেশনমাস্টার নন্দ দুলাল চক্রবর্তী আলোকিত বাংলাদেশকে বলেন, সীমান্তবর্তী চিলাহাটি, ডোমার, নীলফামারীর জেলার কুলিদের পরিবারের সদস্যরা খুব কষ্টে দিন যাপন করছেন। পাশাপাশি স্টেশনকেন্দ্রিক টি-স্টলগুলো বন্ধ রয়েছে। অনেকের স্টলের বিস্কুট, পাউরুটি, কেক নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন, আগে স্টেশনে শীতার্ত মানুষের মাঝে কম্বল, খাবার দিয়ে যেত মানবিক শ্রেণির মানুষরা কিন্তু এখন স্টেশন বন্ধ থাকায় সেটাও করছে না কেউ। এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান আলোকিত বাংলাদেশ কে বলেন, আশাকরি খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং ট্রেন চালু হবে। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবীদের স্টেশনের কুলিদের সাহায্য করতে অনুরোধ জানান।