ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জমি দখলের অভিযোগ

জমি ফিরে পেতে ঘুরছেন বিভিন্ন মহলে

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় জাল দলিল করে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জমি দখলেল অভিযোগ উঠেছে। উপজেলার ঘোঁষগাও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের বঙ্কিম এলরাকসাম এর পরিবারের লোকজন জমি দখলের অভিযোগ করেন। এ ঘটনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। অভিযোগ ও এলকাাবাসীর কাছ থেকে জানা যায়, ভালুকাপাড়া গ্রামের বঙ্কিম এলরাক এর মেয়ে প্রভাবতি চিরান ও তার পরিবার তাদের পৈতৃক ৯০ শতাংশ জমি পান। যার বিআরএস দাগ নং ৬৫৯। এই জমি তারা দীর্ঘদিন চাষাবাধও করেন। কিন্তু ঘোঁষগাও গ্রামের হাছেন আলী গংরা একটি জাল দলিল করে উক্ত জমি দখলে নিয়ে যায়। ধোবাউড়া উপজেলার সব দলিল ধোবাউড়া সাব- রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়। পূর্বে যা ছিল নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায়। কিন্তু হাছেন আলী গংরা হালুয়াঘাট উপজেলা থেকে একটি জাল দলিল করেছে বলে অভিযোগ করেন প্রভাবতি চিরান। হাছেন আলীর দলিলের দাতা হচ্ছেন ভরত রাম রাকসাং রেজিস্ট্রি সন ১৯৮১ সাল। কিন্তু ভরত রাম রাকসাং এর মৃত্যু সনদে দেখা যায়, তিনি ১৯৬৫ সালে মারা গিয়েছেন। মৃত্যুর পরে কিভাবে দলিল করে দিয়েছেন এ নিয়ে এলাকার মানুষের মাঝে রহস্য রয়েছে। এ ব্যাপারে হাছেন আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিটি আমার বাড়ির পাশে কিন্তু প্রভাবতি চিরান আমাকে না জানিয়ে অন্যদের কাছে বিক্রি করে দেয় কিভাবে, আমাদের দলিল রয়েছে এবং খাজনা খারিজ আছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, হাছেন আলীর দলিল নিয়ে সন্দেহ রয়েছে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার প্রক্রিয়া চলছে।