বীরগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বীরগঞ্জে ৪৯তম জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক অফিসার মো. জুলফিকার আলী শাহ্, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ জোনালের ডিজিএম ফেরদৌস আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুন হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কালীপদ রায়, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ আরো অনেকে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনী প্রচার, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিন্ধান্ত গ্রহীত হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।