কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শাহীন গোলদার, সাতক্ষীরা
টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।
গাবুরার বাসিন্দা হামিদ, মফিজ মাঝিসহ একাধিকরা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪নং ওয়ার্ডের ৩নং গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় গাবুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন জানান, গত বুধবার দুপুরের সময় সামান্য ফাটল দেখা দিয়েছিল। আজ সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। আজই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।
দ্রুত সময়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের ১৫নং পোল্ডারে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো: সাজ্জাত হোসেন বলেন, আমরা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই কাজ শুরু হবে। এদিয়ে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ইনর্চাজ জুলফিকার আলী রিপন জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জোলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, বৃষ্টিপাত আরো ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।