পূজা উদযাপন পরিষদের সম্মেলন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সব কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পুনরায় অসিত দেবনাথ বাপ্পাকে সভাপতি ও মিহির কুমার সরকারকে সাধারণ সম্পাদ পদে নির্বাচিত করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে আদমদীঘি সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাগর কুমার রায়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য দিলীপ কুমার দেব, আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী প্রমুখ। সম্মেলনের ২য় পর্বে পূজা উদযাপন পরিষদের ছয়টি ইউনিয়ন কমিটি ও একটি পৌর কমিটিসহ উপজেলা পর্যায়ের মোট ৪০৮ জন কাউন্সিলর ও ডেলিগেট-এর সর্বসম্মতিক্রমে পুনরায় অসিত দেবনাথ বাপ্পাকে সভাপতি ও মিহির কুমার সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।