ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তিযোদ্ধা কার্যালয়ের তালা ভেঙে নথিপত্র লুট

মুক্তিযোদ্ধা কার্যালয়ের তালা ভেঙে নথিপত্র লুট

ঢাকার ধামরাই উপজেলার মুক্তিযোদ্ধাদের কার্য্যালয় ভাঙচুর ও নথিপত্র লুটপাট করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে ধামরাই বাজারের গোপনগর এলাকায় ধামরাই থানা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লি. কার্যালয়ের প্রধান ফটক ভেঙে কমান্ডারের অফিস রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে প্রয়োজনীয় নথিপত্র লুট করে কিছু নথি ছেড়ে ফেলে পরে অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে অত্র অফিস তত্ত্বাবধায়ক রাধে শ্যাম ভুষ বলেন সকালে আমি এসে অফিস রুমের তালা ভাঙা দেখে কমান্ডার কে ফোন দেই, পরে কমান্ডার এসে সবাইকে জানায়। এ বিষয়ে ধামরাই উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার আব্দুর রহমান খান জানান গত বৃহস্পতিবার দিনগত রাতে অফিসের দরজার তালা ও আলমারির তালা ভেঙে আমাদের প্রয়োজনীয় নথিপত্র লুটপাট করে দূরবৃত্তরা। খবর পেয়ে তৎখনাত ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ ও মুক্তিযোদ্ধারা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ খবর শুনার পর সকাল ১০টা সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি ঘটনাস্থল পরিদর্শন করে, এ সময় তাহার সঙ্গে উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত