নাটোরে ৮ মামলায় গ্রেপ্তার ১২১
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর, প্রতিনিধি
নাশকতা, সহিংসতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরে ৮ মামলায় বিএনপি, জামায়াত, শিবির ও শিক্ষার্থীসহ ১২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাটোর জেলার ৮ মামলায় গত ১৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জেলার বিএনপি, জামায়াত, শিবির ও শিক্ষার্থীসহ ১২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম রয়েছেন।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নাশকতা, সহিংসতা ও সংঘর্ষের জেলার বিভিন্ন থানার দায়েরকৃত ৮ মামলায় এখন পর্যন্ত পুলিশ ১২১ জনকে গ্রেপ্তার করেছে। সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।