হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করলেন সৈয়দপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে সব ধরনের বৈষম্য মুলক কোটা সংস্কারের ছাত্রছাত্রীদের আন্দোলনের সময়ে।
পুলিশ জানায় গত ১৮ জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা সৈয়দপুর পাঁচমাথা মোড়ে অবস্থান ও রেললাইনে বেরিকেট দিলে শহরে সব যানবাহন বন্ধ হয়ে যায়, এ সময় আন্দোলনকারীদের হামলায় দুটো মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং এএসআই রেজাউল হকের ওপরে এলোপাতাড়ি মারপিট জখম করে তার কাছ থেকে ৭.৬২ এমএম ম্যাগাজিন সহ পিস্তল এবং ছয় রাউন্ড গুলিসহ নিয়ে যায়।
এবং তাৎক্ষণিক ভাবে গোটা শহরে ওসি শাহা আলমের নেতৃত্বে চিরুনি অভিযান শুরু করে তারই ধারাবাহিকতায় গত ২ আগস্ট শহরের কুন্দল পশ্চিম পাড়ার একজন ব্যক্তির পরিত্যক্ত পাকা বাড়ির ঝোপের মধ্য পুলিশ উদ্ধার করে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন আলোকিত বাংলাদেশ কে জানান, সৈয়দপুর কিশোরগঞ্জ সার্কেল কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ শাহা আলম এর নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ছিনতাই হয়ে যাওয়া পিস্তল উদ্ধার করেন।