সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টিকে উপেক্ষা করে গতকাল শনিবার বিকেলে এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় সমবেত হয় এবং বিক্ষোভ মিছিলে অবস্থান করে শিক্ষার্থীরা।
এ বিক্ষোভে ছাত্র ও পেশাজীবীসহ নানা শ্রেণির মানুষ অংশ গ্রহণ করে এবং স্লোগানে স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ সরকার পতনের দাবি জানান।
তাদের এ আন্দোলন চলাকালে শহরবাসী স্তব্ধ হয়ে পড়ে। এ বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও মোতায়েন ছিল।